ছেলেদের মুখে কালো দাগ একদম বেমানান। মুখে কালো দাগ আজকাল ছেলে মেয়ে উভয়েরই হয়ে থাকে। সাধারনত আমাদের মুখে হওয়া ব্রণ, ব্ল্যাক হেডশ, মেছতা ইত্যাদির দাগ থেকে ত্বকের নানান রকম সমস্যা হয়ে থাকে। আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায় গুলো সম্পর্কে জানবো। একই সাথে কি কি কারণে ছেলেদের মুখে কালো দাগ হয় সে সম্পর্কে জানবো।
কি কি কারণে ছেলেদের মুখে কালো দাগ হয়
ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায়।ছেলেদের মুখে কালো দাগ বিভিন্ন কারণে হতে পারে। আমাদের ত্বকে যে কোষগুলো থাকে তার মধ্যে মেলানোসাইট নামে একটি কোষ রয়েছে। যার কাজ হলো রঙ তৈরি করা। আমাদের সবারই মেলানোসাইট সমান থাকে। তবে যাদের মেলানিন উৎপাদন কম তাদের ত্বকের রঙ ফর্সা হয়ে থাকে। আর যাদের মেলানিন উৎপাদন বেশি তাদের ত্বকের রঙ একটি কালো হয়ে থাকে।
ত্বক কালো করার জন্য সূর্যের আলো অনেক বড় একটা কারণ। সুর্যের আলো আমাদের অনেকের শরীরের সাথে সুইট করে না যার ফলে ত্বকের রং কালো হয়ে যায়। আমাদের দেশে ত্বকের রং কালো হওয়ার একটা খুব বড় সমস্যা ছিল। আর সেটি হলো আর্সেনিক। যদিও বর্তমানে এটি নেই বললেই চলে। এছাড়াও বিভিন্ন কসমেটিকস, জন্মনিধোরক পিল, এমনকি দাম দূর করার জন্য কিছু পণ্য ব্যবহার করার ফলেও ত্বকে কালো দাগ হয়ে থাকে। অনেকসময় হরমোন ও থাইরয়েডের কারণেও ত্বক কালো হয়ে থাকে। এডারনাল নামে একটি রোকের কারণে ও অনেকসময় ত্বক কাল হয়ে থাকে।
ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায় (Ways to remove dark spots on the face of boys)
ত্বকের মধ্যে হওয়া নানান রকম দাগ মেশাতে আমরা কতই না পদ্ধতি অবলম্বন করি। ফেসওয়াস, ক্রিম অনেক কিছু ব্যবহার করেও অনেকেই এর প্রতিকার পায় না। মুখে কালো দাগের কারণে সবসময় কেমন একটা আনইজি ফিল হয়ে থাকে। বিভিন্ন রকম ক্রিম বা ফেসওয়াস ব্যবহার করে আমরা এর থেকে প্রতিকার পেতে চাইলেও অনেক সময় এর থেকে প্রতিকার পাওয়া যায় না।
ত্বকের প্রতি যত্নের অভাবে সাধারনত এ ধরনের সমস্যা হয়ে থাকে। বিশেষ করে ছেলেদের মুখে কালো দাগ উঠলে তা সহজে মেশানো যায় না। তবে ত্বকের যত্ন এবং হাতের কাছে ঘরোয়া উপাদান দিয়ে রুপচর্চা করলে ত্বকের এই কালো দাগ দূর করা সম্ভব।
চলুন এবার একে একে জেনে নেই ত্বকের কালো দাগ দূর করার উপায়গুলো সম্পর্কে।
ঘরোয়া পদ্ধতিতে ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায় (How to remove dark spots on the face of boys at home)
ঘরোয়া পদ্ধতিতে মুখের কালো দাগ দূর করা কিছুটা কঠিন বা দীর্ঘদিন ধরে এ কাজ করতে হয়। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে মুখের কালো দাগ দূর করা কিছু পদ্ধতি সম্পর্কে।
ব্রণ জনিত সমস্যার কালো দাগ দূর করার উপায় (Ways to get rid of dark spots from acne problems)
১) দুধ এবং মধু কমবেশি আমাদের সবার ঘরেই থাকে। এই দুইটি উপাদান ব্যবহার করে আমরা আমাদের রুপচর্চা করতে পারবো। দুধ ও মধু ব্যবহারে আপনার মুখের দাগগুলো আস্তে আস্তে কমে যাবে।
২) শুধু মধুও ত্বকের দাগের উপর ব্যবহার করা যেতে পারে। এতে আস্তে আস্তে আপনার মুখের দাগগুলো কমে যাবে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে, এতে কোনো পার্শ প্রতিক্রিয়া হচ্ছে কি না।
৩) তৈলাক্ত বা সাধারণ ত্বকের ক্ষেত্রে শশা বা আলূর রস ব্যবহার করে দেখতে পারেন। এতে করে আপনার মুখের কালো দাগ দূর হয়ে যাবে। তবে শশা বা আলুর রস ব্যবহার করলে প্রায় ১০ মিনিটের মতো মুখে দিয়ে রাখতে হবে এবং প্রতিদিন এটি নিয়মিত ব্যবহার করতে হবে।
৪) মুখের দাগ দূর করার জন্য অ্যালোভেরা দারুণ কাজ করে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে দ্রুত মুখের কালো দাগ দূর হয়ে যায়।
৫) রসূন ও লবঙ্গের মিশ্রণ তৈরি করে রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলে দেখতে পারেন। এতে করে মুখের দাগজনিত সমস্যা গুলো দূর হয়ে যায়।
রোদে পোড়া বা মেছতার দাগ দূর করার উপায় (Ways to get rid of sunburn or sunburn)
১) নিয়মিত লেবুর রস মুখে দিয়ে ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধ ও গ্লিসারিন ব্যবহার করতে পারেন।
২) আমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে মাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে উপকার পাবেন।
৩) মেছতার জায়গা গুলোতে লেবুর রস সামান্য ভিনেগার ব্যবহার করতে পারেন। এটা বেস উপকারে আসে।
নোটঃ অতিরিক্ত দাগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্স নিতে হবে। ত্বকের উপাদান অনুযায়ী উপকরন ব্যবহার করা দরকার। তাই যে কোনো ধরনের ফেসওয়াস, বা অন্যান্য প্রসাধনি ব্যবহার করার ক্ষেত্রে দেখে সুনে ভালোভাবে নেওয়া প্রয়োজন। এছাড়াও বিভিন্ন কারণ এছেলেদের মুখে নানান ধরনের কালো দাগ দেখে যায়। এবং এসব দাগ বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন রাত জাগার ফলে চোখের নীচে কালো দাগ হয়ে যায়। ত্বকের অযত্নের কারণে শরীর রুক্ষ্ণ হয়ে যায়। নিয়মিত ঘুমের অভাবে চোখের নিচে কালো দাগ হয়ে যায় এবং মুখে নানান ধরনের দাগ পড়ে যায়।ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানতে পারলাম।
আরও পড়ুন: অশ্বগন্ধার উপকারিতা ও অপকারিতা
আরও পড়ুন: লিভার ভালো রাখার উপায়
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক হেল্পলাইন নাম্বার
আরও পড়ুন: ফেসবুক পেজ থেকে আয় করার উপায়
আমাদের শেষকথা
আজকের এই ব্লগ পোস্ট এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে, কি কি কারণে আমাদের মুখে কালো দাগ উঠে এবং এই কালো দাগ সরানোর জন্য বিভিন্ন উপায়গুলো সম্পর্কে। এছাড়া আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা বিভিন্ন ঘরোয়া উপায় সম্পর্কে জানতে পারলেম যে কিভাবে আমরা আমাদের ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে।
আমাদের এই ব্লগের মাধম্যে সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা নিয়মিত রুপচর্চা, লাইফস্টাইল, ভ্রমণ, টেকনোলজি, কম্পিউটার, মোবাইল, টিপস ও ট্রিক্স সম্পর্কিত আর্টিকেল পাবলিশ করে থাকি। আমাদের এই ব্লগটি দেখার জন্য আপনাকে আমন্ত্রন জানানো হলো।