আজকের আর্টিকেলে শেয়ার করব ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার নিয়ম সম্পর্কে। একটি দেশের নাগরিক হিসেবে জাতীয় পরিচয় পত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ভোটার আইডি আপনার ব্যাক্তিগত পরিচয় বহন করে। এই ভোটার আইডি কার্ড দিয়ে আপনার সরকারি বা বেসরকারি সকল ধরনের কাজ করা হয়ে থাকে। তাই এ ভোটার আইডি এই দেশের নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা নতুন ভোটার হয়েছে বা জাতীয় পরিচয় পত্র তৈরি হয়ে গেছে। কিন্তু এখনো হাতে পায়নি তারা কি করবে? তাদের জন্য রয়েছে ভোটার আইডি কার্ড অনলাইন কপি। অনলাইন কপি আপনি সকল জায়গায় ব্যবহার করতে পারবেন। যখন নির্বাচন অফিস থেকে আপনাকে স্মার্ট কার্ড দিবে তখন আপনি সেই স্মার্ট কার্ড ব্যবহার করবেন। খুব সহজ উপায়ে আপনি অনলাইন থেকে এই কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং একটি আপনি সকল জায়গায় ব্যবহার করতে পারবেন। অনলাইন কপি খুব সহজে বের করার উপায় সুন্দর ভাবে উল্লেখ করা হচ্ছে।

যারা নতুন ভোটার হয়েছে তাদের জন্য ভোটার আইডি কার্ড অনলাইন কপি খুব গুরুত্বপূর্ণ। এই জাতীয় পরিচয় পত্র টি ডাউনলোড করার সঠিক নিয়ম অনেকেরই জানা নেই। তাই খুব সহজে কার্ড ডাউনলোড করার পদ্ধতি গুলো উপস্থাপন করা হচ্ছে। প্রথমে আপনি মোবাইল বা কম্পিউটার মাধ্যমে ব্রাউজার এ গিয়ে NID SERVICE লিখে সার্চ দিন অথবা https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিঙ্কে প্রবেশ করুন।

লিংকে প্রবেশ করার পর এরকম ওয়েবসাইটে নিয়ে যাবে। স্ক্রল করে একটু নিচে নামুন। তারপর দেখতে পারবেন রেজিস্টার করুন বাটন। সেই বাটনে ক্লিক করুন।

রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাকে একাউন্ট রেজিস্টার পেইজে নিয়ে যাওয়া হবে। এই পেইজে আপনাকে কিছু তথ্য পূরণ করে পরবর্তী পেজে যেতে হবে।

এখানে আপনার জাতীয় পরিচয় পত্র আবেদন ফরম এর নাম্বার টি বসিয়ে দিন। তারপর জন্মতারিখ টি সঠিকভাবে বসিয়ে দিন। নিচের বক্সে কিছু সিকিউরিটি কোড দেখতে পাবেন সেই কোডগুলি বক্সে লিখুন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে একাউন্ট রেজিস্টার পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে দেখতে পাবেন আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা। আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সেই ফর্মে যে তথ্য চাচ্ছে, আপনি তা পূরণ করুন। অবশ্যই সঠিক ঠিকানা দিবেন কারন এই ভুলের জন্য আপনার এনআইডি কার্ড একাউন্ট লক হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই আরেকবার যাচাই করে নিবেন। এরপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।

আবেদন ফরমের আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সে মোবাইল নম্বরে একটি OTP কোড যাবে। সেই OTP কোড টি এখানে বসান। বহাল লেখা বাটনটিতে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের কাজ আপাতত শেষ। এখন আপনি দেখতে পারবেন QR কোড বিশিষ্ট একটি ফরম। এখানে আপনাকে QR কোড স্ক্যান করতে বলছে। স্ক্যান করার জন্য আপনাকে মোবাইলে গিয়ে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে।

অ্যাপস টির নাম হল NID Wallet এই অ্যাপস টি ডাউনলোড করে ইনস্টল করুন। অ্যাপস টি ওপেন করুন। ওয়েবসাইটে যে QR কোডটি দেখা যাচ্ছে সেই QR কোডটি মোবাইলের অ্যাপস এর মাধ্যমে স্ক্যান করুন। স্ক্যান করার পরবর্তী কাজ হচ্ছে আপনার ফেইস স্ক্যান করা। Start Face Scan অপশন এ ক্লিক করতে হবে। আপনার চেহারা তিন দিক স্ক্যান করতে হবে। সামনের দিক, ডানে এবং বামে। স্ক্যান এর কাজ শেষ হওয়ার পর আপনার একটি ছবি দেখতে পাবেন। ছবির উপর টিক চিহ্ন যদি আসে তাহলে অ্যাপস এর কাজ এখানেই শেষ।
এখন ওয়েবসাইটে গিয়ে একটি আর রিফ্রেস দিন। মোবাইলে যে ছবি তুলেছিলেন সেই ছবি ওয়েব সাইটে দেখতে পারবেন। এখানে পাসওয়ার্ড সেটআপ করার কথা বলবে। আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড সেটআপ করতে পারেন আবার নাও করতে পারেন। যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন। আপনার একটি ইউজার নাম দিতে হবে। তারপর একটি ইউনিক পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি পুনরায় বসাবেন। এখন আপডেট বাটনে ক্লিক করুন।
আপনার এনআইডি কার্ড অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। আপনার ছবি, নাম, জাতীয় পরিচয় পত্র নাম্বার ইত্যাদি দেখতে পারবেন। ডান পাশের নিচের দিকে ডাউনলোড বাটন দেখতে পাবেন সেখানে আপনি ক্লিক করুন। ভোটার আইডি কার্ড অনলাইন কপি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফ ফাইলটি সেভ করে রাখবেন এবং নিকটস্থ কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে লেমিনেশন করে রাখবেন যেন ভোটার আইডি কার্ড কি সুরক্ষিত থাকে।
আরও পড়ুন: মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার পদ্ধতি
আরও পড়ুন: ই পাসপোর্ট আবেদন ফরম ডাউনলোড করুন বারকোড সহ
আরও পড়ুন: জমির পর্চা ডাউনলোড করার নিয়ম
আমাদের শেষকথা
আজকের আর্টিকেলে জানতে পারলাম ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার নিয়ম সম্পর্কে। আশা করি এর মাধ্যমে আপনি উপকৃত হবেন।
আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তথ্যবহুল আর্টিকেল পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, টেকনোলজি, কম্পিউটার, মোবাইল, ভ্রমণ, ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে আসছি। আশা করি আপনারা আমাদের এই ব্লগটি পছন্দ করবেন।