আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করার নিয়ম সম্পর্কে। ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রায় সকল ধরনের কাজে আমাদের ভোটার আইডি কার্ডটি ব্যবহার করা হয়। যদি আমাদের ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ ভুল থাকে তাহলে আমাদের অনেক ভোগান্তি তে পড়তে হয়। ভোটার আইডি কার্ড আমরা সরকারি এবং বেসরকারি বা অন্যান্য কাজে ব্যবহার করে থাকি। বর্তমান সময়ে জন্ম তারিখ ভুল সংশোধন একটি ভোগান্তির বিষয়। তাই ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করার সঠিক উপায় সুন্দর ভাবে আলোচনা করা হচ্ছে।
ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য প্রয়োজনীয় কাগজপএ
শিক্ষিত ব্যাক্তিঃ ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য যেসব কাগজপএ প্রয়োজন তারমধ্যে প্রথম হলো জন্ম নিবন্ধন সনদপএ। দ্বিতীয়ত সর্বনিম্ন জে এস সি সার্টিফিকেট প্রয়োজন।
শিক্ষাবিহীন ব্যাক্তিঃ ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য সব কাগজপত্র প্রয়োজন তার মধ্যে প্রথমত জন্ম নিবন্ধন সনদপত্র, চেয়ারম্যান প্রত্যায়ন পত্র, বিদ্যুৎ বিল, জমির দলিল কপি অথবা পারিবারিক সদস্যের রেফারেন্স কোন আইডি কার্ড।
ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করার নিয়ম

ভোটার আইডি কার্ড সংশোধন খুব সহজে হয়ে যাবে বিষয়টি এমন নয়। আপনার ভোটার আইডি কার্ড বর্তমান যে জন্ম তারিখ রয়েছে তা যদি প্রকৃতপক্ষে ভুল হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তা সংশোধন করতে হবে। আপনার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ যদি অসৎ উদ্দেশ্যে পরিবর্তন করতে চান তাহলে সেটা আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বা সংশোধনের জন্য আবেদন করবেন তা অনুমোদন নাও পেতে পারেন। ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র সংশোধন করা দুইটি পদ্ধতি রয়েছে। এই দুটি পদ্ধতি নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হবে। যেন আপনার খুব সহজেই ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করতে পারেন।
প্রথম পদ্ধতিঃ আপনি যেখানে বসবাস করেন সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড সংশোধনের ফর্মে তথ্য পূরণ করবেন। ২৩০ টাকা ফি জমাদানের রশিদ নিয়ে এবং সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র অফিসে জমা দিয়ে আসবেন।
দ্বিতীয় পদ্ধতিঃ প্রথমে আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে অথবা services.nidw.gov.bd/ এই ঠিকানায় যেতে হবে। ওয়েব সাইটে যাওয়ার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে লগইন করার জন্য বলবে। লগইন করে আপনার একাউন্টে প্রবেশ করুন। আপনার প্রোফাইলে যান। প্রোফাইলে গেলে আপনার ভোটার আইডি কার্ডের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এই তথ্যগুলি আপনি সহজেই এডিট করতে পারবেন।
আপনার যেহেতু জন্ম তারিখ ভুল হয়েছে বা সমস্যা রয়েছে সুতরাং আপনার জন্ম তারিখটি সঠিক করে লিখুন। পরবর্তী ধাপে ক্লিক করুন। এই ধাপে আপনাকে পেমেন্ট সম্পর্কিত তথ্য দেখাবে। আপনি তথ্য অনুসারে পেমেন্ট সম্পন্ন করুন। তারপর অনেকগুলো ধাপ আসবে। এর প্রতিটি ধাপে আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুলি আপলোড করুন। এভাবে প্রতিটি ধাপ অতিক্রম করুন। অতিক্রম করা হলে আবেদন সাবমিট করুন।
সাবমিট করার পর আপনার সকল তথ্য পাবার জন্য একটি পিডিএফ পাবেন। সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন ডাউনলোড করে আপনার কাছে রেখে দিন। নিকট্স্ত কোন কম্পিউটারের দোকানে গিয়ে আপনার সেই ডাউনলোডে পিডিএফ কপি প্রিন্ট করে রাখুন। যেদিন আপনার ভোটার আইডি কার্ড সংশোধন হয়েছে কিনা যাচাই করতে যাবেন সেদিন সাথে করে এই কপিটি নিয়ে যাবেন।
আরও পড়ুন: জমির মালিকানা বের করার উপায়
আরও পড়ুন: পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন করার উপায়
আরও পড়ুন: ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম
আমাদের শেষকথা
আজকের আর্টিকেলে আমরা কিভাবে ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা করি খুব সহজেই আপনার ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করতে পারবেন।
আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তথ্যবহুল আর্টিকেল পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, টেকনোলজি, কম্পিউটার, মোবাইল, ভ্রমণ, ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে আসছি। আশা করি আপনারা আমাদের এই ব্লগটি পছন্দ করবেন।