মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার পদ্ধতি

আজকের আর্টিকেল এর মাধ্যমে শেয়ার করব মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার পদ্ধতি এ বিষয়ে। জমি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই জমির কাগজ পএ সব সময় সঠিক রাখতে হয়। জমি ক্রয় করার সময় অথবা জমি মাপের সময় জমির নকশা / মৌজা ম্যাপ প্রয়োজন। এই জমির নকশা / মৌজা ম্যাপ আপনি সবার কাছে পাবেন না। আপনার এলাকার অল্প সংখ্যক মানুষের কাছে মৌজা ম্যাপ পেতে পারেন বা নাও পেতে পারেন। যারা জমি মাপেন / আমিনদার এর কাছে পেতে পারেন। জমির মৌজাম্যাপ পাওয়াটা খুবই দুস্কর বিষয়। তাহলে আপনি কিভাবে জমির মৌজা ম্যাপ জমির নকশা পাবেন? অনলাইনের মাধ্যমে আপনি মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করতে পারবেন। খুব সহজ উপায়ে মৌজা ম্যাপ ডাউনলোড করার পদ্ধতি আলোচনা করা হল।

মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার পদ্ধতি

এখন আলোচনা করব কিভাবে খুব সহজেই মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে। প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজারে গিয়ে https://eporcha.gov.bd/ এই লিংকে ভিজিট করুন। তারপর আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করুন।

মৌজা লেখা অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে।

এখন আপনি দেখতে পারবেন মৌজা ম্যাপ – অনলাইন আবেদন পেজটি। প্রথমে আপনি আপনার বিভাগ সিলেক্ট করুন। বিভাগ সিলেট করার পর আপনাকে জেলা সিলেক্ট করতে হবে। ম্যাপ টাইপ নির্বাচন করুন: এখানে আর এস সিলেক্ট করতে হবে।

এখন আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে। উপজেলা সিলেক্ট করার পর আপনাকে আপনার মৌজা সিলেক্ট করতে হবে। এখন মৌজা বক্সে ক্লিক করে আপনার জমির মৌজাটি সিলেক্ট করুন। সিট অনুযায়ী মৌজা বের করতে চাইলে আপনার জমির সিট নাম্বার সিলেক্ট করুন। অথবা দাগ নম্বর বক্সে ক্লিক করে আপনার জমির দাগ নাম্বার দিয়ে বসিয়ে দিন।

এখন অনুসন্ধান করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার কাঙ্খিত মৌজা ম্যাপটি। সার্টিফাইড কপি পেতে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাকে মৌজা ম্যাপ – সার্টিফাইড কপির জন্য আবেদন ফরম পেজ এ নিয়ে যাওয়া হবে। এখানে আপনি পিছনের পুরন করা তথ্য দখেতে পারবেন।

পরের ধাপে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার দিবেন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখটি এখানে দিবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন। তারপর যাচাইকরণ একটি বাটন আছে। সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার দেওয়া ভোটার আইডি কার্ডের নাম্বারটি সঠিক কিনা সেটা তারা যাচাই করবে। যাচাই সঠিক হলে যাচাই করুন একটি পপ-আপ আসবে। অটোমেটিক ভাবে নিচের তথ্যগুলো ভোটার আইডি কার্ড অনুসারে পূরণ হয়ে যাবে। তারপর সিকিউরিটি হিসেবে একটি যোগফল দেখাবে। যোগ করুন।

এরপর দেখতে পারবেন পেমেন্ট বিবরন এই অপশনটি। এখানে আপনি কবে মৌজা ম্যাপ পাবেন তার সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে। সাধারন ফি এবং পোষ্ট ফি দেওয়া রয়েছে। মোট আপনাকে ৬৩০ টাকা পমেন্টে করতে হবে। এখানে দুটি পেমেন্ট পদ্ধতি রয়েছে এর মাধ্যমে খুব সহজেই আপনি পেমেন্ট করতে পারবেন।

পেমেন্ট করার পরে আপনার ঠিকানায় ডাকযোগের মাধ্যমে মৌজা ম্যাপ পৌছে যাবে। সম্ভাব্য তারিখ এর পর আপনি ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: জমির পর্চা ডাউনলোড করার নিয়ম

আরও পড়ুন: ই পাসপোর্ট আবেদন ফরম ডাউনলোড করুন বারকোড সহ

আরও পড়ুন: বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার ও ঠিকানা

আমাদের শেষকথা 

আজকের আর্টিকেলে জানতে পারলাম মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে। আশা করি এর মাধ্যমে আপনি উপকৃত হবেন।

আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তথ্যবহুল আর্টিকেল পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, টেকনোলজি,  কম্পিউটার, মোবাইল, ভ্রমণ, ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে আসছি। আশা করি আপনারা আমাদের এই ব্লগটি পছন্দ করবেন।