মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার খুঁজছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। ভিজুয়ালাইজেশন বা ভারচুয়ালাইজেশন এর যুগে ভিডিও এডিটিং করা প্রয়োজন পরে না এমন মানুষ খুব কমই রয়েছে। নিজেদের ছবি দিয়ে ভিডিও তৈরি করা অথবা আমাদের জীবনে ঘটে যাওয়া সুন্দর মুহুর্ত গুলো ভিডিও করে সেই ভিডিও গুলো কে আরও প্রাণবন্ত করার জন্য ভিডিও কে এডিট করা খুবই প্রয়োজনীয় একটি বিষয়।

এডিটিং এর মাধ্যমে যে কোনো ভিডিও অথবা ছবি কে আরও প্রানবন্ত করে তোলা যায় এটা আমরা সবাই জানি। এবং আমরা অনেকেই চাই যে, আমাদের ভিডিও গুলো হোক আরও সুন্দর। আবার আমাদের মাঝেই অনেকেই আছেন যারা মোবাইলের মাধ্যমে ভিডিওগ্রাফি করেন। আবার অনেকেই আছে যারা ইউটিউব, ফেসবুক বা টিকটকের মতো ভিডিও শেয়ারিং প্লাটফর্মের জন্য ভিডিও তৈরি করে থাকেন।

আজকের এই ব্লগ পোস্ট টি মূলত তাদের জন্যই যারা কিনা মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার এর সন্ধান করছেন। এই ব্লগের মাধ্যমে আপনি জানতে পারবেন মোবাইলের ভিডিও এডিটিং করার সেরা ৫ টি সফটওয়্যার সম্পর্কে। মূলত যারা মোবাইলের মাধ্যমে ইউটিউব বা অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম গুলোতে কাজ করে। তাদের মধ্যে অনেকেই এই ভিডিও এডিটিং সফটওয়্যার এর খোজ করে থাকে।

মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো হল (Mobile video editing software)

বন্ধুরা আজকের এই ব্লগের মাধ্যমে আমি আপনার সাথে আাপনার স্মার্টফোনে ব্যবহার করার জন্য ৫ টি সেরা ভিডিও এডিটিং অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। যে ভিডিও এডিটিং অ্যাপগুলো সত্যিকার অর্থে আপনার ভিডিও কে প্রফেশনাল ভাবে এডিট করতে অনেকটা সাহায্য করবে।
আর এই ভিডিও এডিটিং অ্যাপ গুলো ব্যবহার করা অনেকটাই সহজ। এই অ্যাপ গুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে কেউ এই অ্যাপগুলো ব্যবহার করতে পারে। এবং এই অ্যাপগুলোর ফিচার এক কথায় অসাধারণ। মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন।

আরও পড়ুন: ফেসবুক থেকে আয় করার উপায়

আরও পড়ুন: ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায়

আরও পড়ুন: রাগ নিয়ন্ত্রণ করার উপায়

আরও পড়ুন: মানসিক চাপ দূর করার উপায়

মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা ৫ টি অ্যাপ (Top 5 Mobile Video Editing Apps)

মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

১। Adobe Premier Clip | এডোবি প্রিমিয়ার ক্লিপ
২। Kinemaster | কাইনমাস্টার
৩। Inshot | ইনশট
৪। CapCut | ক্যাপকাট
৫। Filmora Go | ফিলমোরা গো

Adobe Premier Clip | এডোবি প্রিমিয়ার ক্লিপ

আপনারা হয়তো এডোবি প্রিমিয়ার ক্লিপ (Adobe Premier Clip) অ্যাপটির নাম শুনে থাকবেন। এডোবির সব অ্যাপ বা সফটওয়্যার গুলো সবসময় অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে এটা আমরা অনেকেই জানি। এডোবির প্রডাক্ট গুলো পছন্দ করেন না এমন মানুষ খুব কমই রয়েছে।

এডোবি প্রিমিয়ার ক্লিপ এমন একটি ভিডিও এডিটিং অ্যাপ, যা আপনাকে মোবাইলে ভিডিও এডিটিং করার দারুন এক অভিজ্ঞতা দেবে। এটা সম্পুর্ণ ফ্রি একটি অ্যাপ। এই অ্যাপটি দ্বারা আপনি দারুণ ভিডিও এডিট করতে পারবেন। এই অ্যাপটির মাধ্যমে আপনি Green Screen ভিডিও এডিট ও করতে পারবেন।

এই অ্যাপটিতে দারুন সব টুলস রয়েছে। যার মাধ্যমে আপনি আপনার ভিডিও কে করতে পারবেন আরও প্রানবন্ত। এই অ্যাপটির সাহায্যে আপনি সহজেই আপনার ভিডিও Trim, cut করতে পারবেন। একইসাথে আপনি বিভিন্ন Transitions, Effect, photo Motion ইত্যাদি কাজগুলো করতে পারবেন।

এছাড়া গান, ছবি ইত্যাদি যুক্ত করতে পারবেন আপনার ভিডিওতে। এছাড়াও এই অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে Automatic Video Creation ফাংশনের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন। এই অ্যাপটি সম্পুর্ন ফ্রী অ্যাপ। আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারবেন।

KineMaster | কাইনমাস্টার

কাইন্ডমাস্টার মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য দারুণ একটি অ্যাপ। এটি আমার পছন্দের একটি ভিডিও এডিটিং অ্যাপ। এটি এমন একটি অ্যাপ যেখানে আপনি সকল ফিচার একইসাথে পেয়ে যাবেন। একের ভিতর সব বলা হয় কাইনমাস্টার কে।

KineMaster অ্যাপের সাহায্যে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন এবং KineMaster অ্যাপটি Android বা iOS ডিভাইস দুইটাতেই ব্যবহার করতে পারবেন। এটি Advance লেভেলের একটি ভিডিও এডিটিং অ্যাপ।

এই অ্যাপটির সাহায্যে আপনি অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপের মতো ফিচারগুলো পেয়ে যাবেন। সেইসাথে কিছু আলাদা ফিচার পেয়ে যাবেন যেমন আপনি ভিডিওর মাঝে Text লেখা যোগ করতে পারবেন। আপনি চাইলে Subtitle ও তৈরি করতে পারবেন এই অ্যাপটি দিয়ে।

এটি ফ্রী ও প্রিমিয়াম ভার্সনের সাথে আসে। ফ্রী ভার্সন ব্যবহার করতে হলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে অ্যাপটিতে কিন্তু Watermark থেকেই যাবে। এটি সরিয়ে ফেলতে হলে আপনাকে এই অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিবশন কিনতে হবে।

Inshot | ইনশট

ইনশট ভিডিও এডিটিং। ইনশট দিনে দিনে অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ ক্ষেত্রে কাইনমাস্টার এর পরে ভিডিও এডিটিং এর কথা বললে অবশ্যই ইনশট বলতে হয়।

আপনারা ইনশট ভিডিও এডিটর অ্যান্ড্রোয়েড বা iOS ডিভাইস দুই রকমের ডিভাইস থেকেই ব্যবহার করতে পারবেন। কাইনমাস্টারে যেমন, কালার এডিটিং এবং ভয়েস এডিটিং ছাড়াও আপনার ভিডিওর ব্রাইটনেস, কনট্রাস্ট, গ্রীন স্কিন এর সমস্ত বিষয় গুলো রয়েছে। ঠিক একইভাবে আপনারা ইনশট ভিডিও এডিটিং অ্যাপে একই রকম ফিচার রয়েছে।

এই অ্যাপটি দিয়ে আপনি চাইলেই খুব সহজেই আপনার সোশ্যাল মিডিয়া, বা ইউটিউব এর জন্য ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়াও এই অ্যাপের সাহায্যে দারুন সব Short Video তৈরি করা সম্ভব।

CapCut | ক্যাপকাট

ক্যাপকাট ( CapCut) অসাধারণ একটি ভিডিও এডিটিং অ্যাপ। বিশেষ করে আপনি যদি Short Video এডিটিং করতে চান অথবা টিকটক বা লাইকি এর মতো প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিং করতে চান। সেক্ষেত্রে এই অ্যাপটি আপনার দারুন কাজে লাগবে।

এই অ্যাপে এমন সহ টুলস রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে। এছাড়া এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে দারুণ সব ইফেক্ট, এনিমেশন ব্যবহার করতে পারবেন। এছাড়া ভিডিওর কালার ঠিক করা, ভিডিও তে গান বা অডিও ক্লিপ ব্যবহার করা, ভিডিও Crop করা, সাউন্ড এডজাস্ট করা থেকে শুরু করে সব ধরনের কাজ এই অ্যাপটি দিয়ে করতে পারবেন।

এটি সম্পুর্ন ফ্রী একটি অ্যাপ। এছাড়া এই অ্যাপ থেকে Watermark ও রিমোভ করতে পারবেন। আপনি এই অ্যাপটি গুগল প্লে স্টোরে সহজেই পেয়ে যাবেন।

Filmora Go | ফিলমোরা গো

ফিলমোরা গো (Filmora Go) খুবই একটা দুর্দান্ত এবং প্রফেশনাল মোবাইল ভিডিও এডিটর। যার মাধ্যমে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। আপনি হয়তো জনপ্রিয় ভিডিও এডিটর Wndershare filmora নামটি শুনে থাকবেন। এটি একটি জনপ্রিয় ভিডিও এডিটর উইন্ডোজ এর জন্য। অনেকেই এই সফটওয়্যার টি ব্যবহার ও করেছেন।

ফিলমোরা গো ( Filmora GO) অ্যাপটি হুবুহু একদম WonderShare Filmora সফটওয়্যার এর মোবাইল ভার্সন বলতে পারেন। এই অ্যাপটি দিয়ে আপনি ভিডিও এডিটিং এর সকল কাজগুলো করতে পারবেন। এখানে সব ধরনের টুলস রয়েছে। এই টুলস গুলোর সাহায্যে আপনি দারুণ দারুণ ভিডিও এডিট করতে পারবেন।

বিভিন্ন ধরনের টেক্সট, ইফেক্ট, এনিমেশন এবং অন্যান্য যত রকমের ট্রানজিশন, কালার আছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন। এই অ্যাপটি ও আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

আমাদের শেষকথা

এই আর্টিকেলের মাধ্যমে মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো মূলত মোবাইলে ভিডিও এডিটিং করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। আশা করি এই ব্লগ পোস্ট এর মাধ্যমে আপনারা জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপগুলো সম্পর্কে জানতে পেরেছেন।

আমাদের এই ব্লগে আমরা অনলাইন ইনকাম, টেকনোলজি, কম্পিউটার ও মোবাইল সম্পর্কিত টিপ্স ও ট্রিক্স, রিভিও ইত্যাদি বিষয়ের উপর আর্টিকেল পাবলিশ করে থাকি। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে।