জমির পর্চা ডাউনলোড করার নিয়ম

আজকের আর্টিকেলের মাধ্যমে শেয়ার করবো অনলাইনে পর্চা ডাউনলোড করার নিয়ম সম্পর্কে। একটি জমির গুরুত্বপূর্ণ একটি কাগজ হচ্ছে পর্চা। যার মাধ্যমে আপনি আপনার জমির তথ্য গুলি পেয়ে থাকবেন। আপনি আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে পর্চা সংগ্রহ করতে পারবেন। প্রায় সময় দেখা যায় ভূমি অফিসে বিভিন্ন ব্যস্ততা, ঝামেলা, অনেকে কাগজপত্র সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে সঠিক পর্চা পেতে অনেক ভোগান্তি শিকার হতে হয়। খুব সহজেই আপনার খতিয়ান নম্বর দিয়ে আপনি অনলাইনে জমির পর্চা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং এই পর্চাটি আপনি ডাউনলোড করতে পারবেন। এই অনলাইনের মাধ্যমে আপনি খুব অল্পসময়ের মধ্যেই আপনার জমির পর্চাটি আপনি পেয়ে যাবেন।

জমির পর্চা ডাউনলোড করার নিয়ম

এখন আমরা আলোচনা করব কিভাবে খুব সহজেই জমির পর্চা ডাউনলোড করার নিয়ম সম্পর্কে। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোন ব্রাউজারে গিয়ে https://eporcha.gov.bd/ এই লিংকে ভিজিট করুন।

তারপর আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করুন।খতিয়ান লেখা অপশনটিতে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। এখন আপনি দেখতে পারবেন খতিয়ান অনলাইনে আবেদন পেজটি।

প্রথমে আপনি আপনার বিভাগ সিলেক্ট করুন। বিভাগ সিলেট করার পর আপনাকে জেলা সিলেক্ট করতে হবে। আপনি কোন ধরনের খতিয়ানের তথ্য পেতে চান সেই খতিয়ান টি সিলেক্ট করুন। তারপর আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে। উপজেলা সিলেক্ট করার পর আপনাকে আপনার মৌজা সিলেক্ট করতে হবে। এখন খতিয়ান নং বক্সে ক্লিক করে খতিয়ান নাম্বারটি বসিয়ে দিন। দাগ নম্বর বক্সে ক্লিক করে আপনার জমির দাগ নাম্বার দিয়ে বসিয়ে দিন। মালিকের নাম এর বক্সে ক্লিক করে জমির মালিকের নাম বসিয়ে দিন।

পিতা বা স্বামীর নাম বক্সে ক্লিক করে আপনার স্বামীর নাম লিখুন। এখন একটি সিকিউরিটি ক্যাপচা বক্স আসবে। সেই বক্সে লেখা অনুসারে আপনি ক্যাপচা কোড গুলি সুন্দরভাবে লিখুন। তারপর অনুসন্ধান করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন মালিক বা দখলদার যারা রয়েছে তাদের নাম গুলি। এখন পর্চাটি ডাউনলোড করার জন্য আপনাকে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাকে খতিয়ানের সার্টিফাইড কপি জন্য আবেদন ফরম পেজ এ নিয়ে যাওয়া হবে। এখানে আপনি দেখতে পারবেন খতিয়ান নকল টাইপ এখানে আপনি অনলাইন কপি সিলেক্ট করবেন। যেহেতু আপনি অনলাইনে ডাউনলোড করবেন সে ক্ষেত্রে এই অপশনটি অবশ্যই সিলেক্ট করবেন। তারপর আপনি অফিস একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনি যে জেলা থেকে কাগজ উঠেছে চাচ্ছেন সেই অফিসটি সিলেক্ট করুন।

পরের ধাপে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার দিবেন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখটি এখানে দিবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন। তারপর যাচাইকরণ একটি বাটন আছে। সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার দেওয়া ভোটার আইডি কার্ডের নাম্বারটি সঠিক কিনা সেটা তারা যাচাই করবে। যাচাই সঠিক হলে যাচাই করুন একটি পপ-আপ আসবে। অটোমেটিক ভাবে নিচের তথ্যগুলো ভোটার আইডি কার্ড অনুসারে পূরণ হয়ে যাবে। তারপর সিকিউরিটি হিসেবে একটি যোগফল দেখাবে। যোগ করুন।

এখন সবার নিচে স্ক্রল করুন। তারপর দেখতে পারবেন পরবর্তী ধাপ (পেমেন্ট) এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি একটি পিডিএফ ফাইল দেখতে পাবেন। সেই পিডিএফ ফাইলটি আপনি ডাউনলোড করুন।

আরও পড়ুন: ভোটার লিস্ট বের করার নিয়ম

আরও পড়ুন: জমির রেকর্ড যাচাই করার নিয়ম

আরও পড়ুন: বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার ও ঠিকানা

আমাদের শেষকথা 

আজকের আর্টিকেলে জানতে পারলাম কিভাবে অনলাইনে পর্চা ডাউনলোড করার নিয়ম সম্পর্কে। আশা করি এর মাধ্যমে আপনি উপকৃত হবেন।

আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তথ্যবহুল আর্টিকেল পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, টেকনোলজি,  কম্পিউটার, মোবাইল, ভ্রমণ, ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে আসছি। আশা করি আপনারা আমাদের এই ব্লগটি পছন্দ করবেন।