১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল খুজতে গেলে হয়তো আপনি ভিভো, শাওমি, রিয়েলমি অথবা টেকনো কোম্পানির মোবাইল গুলোর খোজ করবেন। এই বাজেটের মধ্যে সেরা মোবাইল ফোন বা এই বাজেটের মধ্যে ভালো মোবাইল ফোন খুজে পাওয়া একটু কষ্টসাধ্য। আমাদের আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল গুলো। বাজেটের মধ্যে মোবাইল ফোন নির্বাচনের সময় আমরা সবসময় কিছু ক্রাইটেরিয়া রেখে মোবাইল গুলো নির্বাচন করি। যাতে করে আমরা আমাদের বাজেটের মধ্যে সেরা মোবাইল গুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারি।
চলুন দেখে নেই বর্তমান মোবাইল মার্কেটে ১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল কি কি রয়েছে।
১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল (Best mobile under 15 thousand taka)
ইনফিনিক্স হট ১১এস | Infinix Hot 11S
ইনফিনিক্স হট ১১এস মোবাইলটি তে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। Full HD রেজুলেশনের ৬.৭৮ ইঞ্চ সাইজের বিশাল ডিসপ্লে এবং ৯০ হার্জ এর রিফ্রেশ রেট তো থাকছেই। ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে এই মোবাইলে। লিথিয়াম পলিমার ৫০০০ mAh এর ব্যাটারি ব্যাকাপ এবং ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জিং সেটাপ দেওয়া রয়েছে ডিভাইসটিতে।
মূল্য: ১৫,১৯০ টাকা মাত্র
যারা মূলত টুকটাক গেমিং করতে চান বা ব্রাউজিং করতে চান তারা এই ডিভাইসটি কিনে ফেলতে পারেন। তবে যারা ক্যামেরার জন্য কিনতে চান তারা এই ডিভাইসটি কিনবেন না। এই বাজেটে ক্যামেরা ছাড়া অন্যান্য দিক বিবেচনা করলে ওভারল সব দিক থেকেই এই ডিভাইসটি ভালো একটি ডিভাইস।
রেডমি নোট ১১ | Redmi Note 11
রেডমি নোট ১১ ডিভাইসটি তে রয়েছে কোয়ালকাম স্নাপড্রাগন ৬৮০ (4G) প্রসেসর। ৬.৪৩ ইঞ্চ সাইজের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্জ এর রিফ্রেশ রেট। ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো থাকছেই। লিথিয়াম পলিমার ৫০০০mAh এর ব্যাটারি ব্যাকাপ এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সেটাপ। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এই ডিভাইসটি তে।
মূল্য: ১৬,৫৯০ টাকা মাত্র
যারা মূলত টুকটাক গেমিং ব্রাউজিং এবং হালকা ফটোগ্রাফি করতে চান তার এই ডিভাইসটি নিতে পারেন। তবে খারা দিক হলো এর MIUI. কেননা যতই দিন যাবে ততোই এর পারফরম্যান্স খারাপ হতে থাকবে। আপনি গ্লোবাল বা চায়নিজ ভার্সন যাই নেন না কেনো এর পারফরম্যান্স ধীরে ধীরে খারাপ হতে থাকবে। তবে কনফিগারেশনের দিক থেকে বাজেট সেরা একটি মোবাইল ফোন।
রেডমি নোট ১০এস | Redmin Note 10S
রেডমি নোট ১০এস এ থাকছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। ৬.৪৩ ইঞ্চ এর অ্যামোলেড ডিসপ্লে। যদিও ভালো রিফ্রেশ রেট থাকছে না। ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ৫০০০ mAh এর ডিসপ্লে এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সেটাপ।
মূল্য: ১৪,৯৯০ টাকা মাত্র
যারা মূলত গেমিং এবং ক্যামেরা ভালো থাকবে এমন একটি ডিভাইস এর খোজ করছে তারা এই ডিভাইস টি নিতে পারেন। এই ডিভাইসটির পারফরম্যান্স এই বাজেটের মধ্যে সেরা।
ভিভো ওয়াই২০ | Vivo Y20
Vivo Y20 তে রয়েছে ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল। কোয়ালকাম স্নাপড্রাগন ৪৬০ প্রসেসর রয়েছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। অ্যান্ড্রোয়েড ভার্সন ১০ এবং ১০.৫ ফানটাচ OS. ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ডিভাইসটি তে। এছাড়াও ৫০০০ mAh এর ব্যাটারি ব্যাকাপ এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সেটাপ দেওয়া হয়েছে ডিভাইসটি তে।
মূল্য: ১৩,৯৯০ টাকা মাত্র
হালকা পাতলা গেম যেমন ফ্রি ফায়ার বা অফলাইন গেমগুলো খেলার জন্য এই মোবাইল টি পারফেক্ট। ক্যামেরা মোটামুটি ভালো। তবে ব্যাটারি ব্যাকাপ নিয়ে হয়ত একটু সমস্যা হতে পারে আপনার। বেশ বড়সরো ব্যাটারি ব্যাকাপ দেওয়া হলেও তূলনামূলক খুব কম পারফর্ম করতে পারে এই ব্যাটারি।
রিয়েলমি সি১১ | Realme C11
র্যেলমি সি৩ ডিভাইসটি তে থাকছে ৬.৫ ইঞ্চ সাইজের এইচডি+ রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল। মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর দেওয়া রয়েছে ফোনটি তে। ৪ জিবি র্যাম ৬৪ জিবি স্টোরেজ রয়েছে এই মোবাইল ফোনে। ৫০০০mAh এর ব্যাটারি ব্যাকাপ এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সেটাপ রয়েছে। ১৬ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটাপ থাকছে মেইন ক্যামেরা সেকশনে এবং সামনে থাকছে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
মূল্য ১২,৯৯০ টাকা মাত্র
মোটামুটি গেমিং, ব্রাউজিং এর জন্য অনেক ভালো একটি ডিভাইস। এছাড়া ক্যামেরা পারফরম্যান্স ও মোটামুটি ভালো। এই বাজেটের সাথে মানানসই। যারা হালকা গেমিং করবেন এবং এই বাজেটে ভালো মোবাইল খুজছে তারা এই মোবাইলটি দেখতে পারেন।
রিয়েলমি ৫ আই | Realme 5i
রিয়েলমির ৫ আই ডিভাইস টি তে রয়েছে ৬.৫২ ইঞ্চ সাইজের একটি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল। কোয়ালকাম স্নাপড্রাগন ৬৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ডিভাইসটি তে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ২৪ মেগামিক্সেলের একটি কোয়াড ক্যামেরা সেটাপ যা থাকছে মেইল ক্যামেরা হিসেবে এবং ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে এই মোবাইলে।লিথিয়াম পলিমার ৫০০০mAh এর ব্যাটারি ব্যাকাপ এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সেটাপ।
মূল্য: ১৩,৯৯০ টাকা মাত্র
রিয়েলমির এই বাজেতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মোবাইল এটি। এই মোবাইলের ক্যামেরা পারফরম্যান্স অনেক জোস। বিশেষ করে নাইট মুডে দারুন পারফর্ম করে। ব্যাটারি ব্যাকপ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। অন্যদিকে যদি গেমিং এর কথা বলা হয় তাহলে হাই গ্রাফিক্স এর গেমগুলো ছাড়া লাইট গেম গুলো খেলা যাবে কোনোরকম ল্যাগিং ইস্যু ছাড়াই।
টেকনো স্পার্ক ৭ প্রো | Tecno Spark 7Pro
টেকনো স্পার্ক ৭ প্রো মোবাইলে আছে ৬.৬ ইঞ্চ এর আইপিএস এলসিডি ডিসপ্লে। যেখানে রয়েছে ৯০ হার্জ এর রিফ্রেশ রেট। মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। ৬ জিবি র্যাম ৬৪ জিবি স্টোরেজ। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫০০০ mAh ব্যাটারি ব্যাকাপ এবং ১০ ওয়াটের একটি ফাস্ট চার্জিং সেটাপ।
মূল্য ১৪,৯৯০ টাকা মাত্র
যারা মূলত মোটামুটি গেমিং করতে চান বা হেভি ব্রাউজিং করতে চান তাদের জন্য এই ডিভাইসটি পারফেক্ট। ক্যামেরার দিক থেকে বললে ৪৮ মেগাপিক্সেল হলেও মোটামুটি ভালোই বলা চলে।
রিয়েলমি নারজো ৩০এ | Realme Narzo 30A
রিয়েলমি নারজো ৩০এ ডিভাইসে থাকছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ৬.৫ ইঞ্চ সাইজের আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। লিথিয়াম পলিমার ৬০০০ mAh ব্যাটারি ব্যাকাপ এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সেটাপ। ক্যামেরা সেকশনে থাকছে ১৫ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
মূল্য ১২,৯৯০ টাকা মাত্র
যারা মূলত টুকটাক গেমিং এর পাশাপাশি হালকা পাতলা ফটোগ্রাফি করতে পছন্দ করেন বা ব্রাউজিং করেন তাদের জন্য এই ডিভাইস টা বেশ ভালো। ব্যাটারি ব্যাকাপ বেশ ভালো। এছাড়া বর্তমানে এই ডিভাইস টি ১৫ হাজার টাকার মধ্যে বেশ নজর কাড়ছে।
আরও পড়ুন: ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শেখার সম্পূর্ন গাইডলাইন
আরও পড়ুন: ছেলেদের মুখের কালো দাগ দূর করার উপায়
আরও পড়ুন: অশ্বগন্ধার উপকারিতা ও অপকারিতা
আরও পড়ুন: লিভার ভালো রাখার উপায়
আরও পড়ুন: সেন্টমার্টিন ভ্রমণ গাইড – যাতায়াত, থাকা-খাওয়া খরচ। St. Martin’s Island
১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল নিয়ে আমাদের শেষকথা
আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরেছে ১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন গুলো। এই ডিভাইস গুলো সিলেক্ট করার মূল কারন হলো এর কনফিগারেশন এবং এর পারফরম্যান্স। অন্যান্য মোবাইল ফোনের তুলনায় এই মোবাইল গুলো বেশ ভালো।
বিভিন্ন ক্রাইটেরিয়া মাথায় রেখে আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারলেন ১৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন গুলো সম্পর্কে। আমাদের এই ব্লগে আমরা বিভিন্ন টেকনোলজি, রিভিউ, টেক নিউজ জাতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আশাকরি এই ব্লগ টি আপনাদের ভালো লাগবে।